মাত্র ছ’মাসের ব্যবধান। তাতেই বদলে গেলে যাবতীয় হিসাব। যা যা চেয়েছেন, প্রায় সব কিছুই আদায় করে ছাড়লেন তিনি। শুধু তা-ই নয়, যে ঘর থেকে ‘চরম অপমান’ করে তাড়িয়ে দেন ‘সুপার পাওয়ার’ প্রেসিডেন্ট, সেখানেই সম্মানের সঙ্গে বরণ করতে হয়েছে তাঁকে। বাধ্য হয়ে তাঁর কাঁধে পর্যন্ত হাত রাখেন ‘মহাশক্তিধর প্রেসিডেন্ট’। এককথায়, বিদেশের মাটিতে দাঁড়িয়ে শরীরী ভাষায় একটাই কথা বুঝিয়েছেন তিনি। আর সেটা হল, ‘আই অ্যাম দ্য বস্’!
তিনি, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ছ’মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ফের এক বার খবরের শিরোনামে এনে দিয়েছে তাঁকে। কূটনীতিকদের একাংশের দাবি, এ বার আর ‘সব হারানো’র দলে নয়, ইতিহাসখ্যাত সুচতুর রাষ্ট্রনেতাদের তালিকায় জায়গা পাবেন জ়েলেনস্কি। দেশভাগ ঠেকানো থেকে শুরু করে কিভের নিরাপত্তা— সব কিছুর প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন তিনি। ফলে ট্রাম্পের সঙ্গে অনেকেই তুলনা টানছেন তাঁর।