ইংলিশ চ্যানেলের পারের ছোট্ট দ্বীপরাষ্ট্র। একটা সময়ে দুনিয়া জুড়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে তারা। এটির আকার এতটাই বড় ছিল যে সূর্য কখনও অস্ত যেত না সেখান। ২১ শতকে এ-হেন দ্বীপরাষ্ট্রের উপর পড়েছে রাহুর বক্রদৃষ্টি! আর তাই বড়লোক দেশের তালিকায় নাম থাকা সত্ত্বেও রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে সেখানকার শিশু-দারিদ্র। অবস্থা এতটাই খারাপ যে বিপন্ন শৈশবকে বাঁচাতে বেশ কিছু দাতব্য সংস্থার উপরে ভরসা করতে হচ্ছে আমজনতা ও সরকারকে।
ভারতের উপর ২০০ বছর রাজত্ব করা ব্রিটেনের এই আর্থিক অবস্থার জন্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকেই দুষছেন বিশ্লেষকেরা। তাঁদের যুক্তি, বছরের পর বছর ধরে বেশ কিছু কঠোর নিয়মকানুন চালু রেখেছে সেখানকার সরকার। ফলে ধীরে ধীরে ভেঙে যায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এই পরিস্থিতিতে শিশু-দারিদ্র হ্রাসের পদক্ষেপগুলিকে অগ্রাধিকার দিয়েছেন লেবার পার্টিশাসিত দ্বীপরাষ্ট্রের কিয়ের স্টার্মার সরকার।