দেখতে দেখতে সাড়ে তিন বছর পার। শত চেষ্টাতেও থামছে না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সংঘাত বন্ধের মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুখে অবশ্য বার বার শান্তির কথা বলতে শোনা যাচ্ছে তাঁকে। যদিও গোটাটাই তাঁর কুম্ভীরাশ্রু বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ। কারণ, পূর্ব ইউরোপের সংঘর্ষ থেকে কোটি কোটি ডলার উপার্জন করছে যুক্তরাষ্ট্র। ফলে লড়াই থামুক তা আদপেই চায় না আমেরিকা।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের মুনাফা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে গবেষক সংস্থা ‘অবজ়ারভার রিসার্চ ফাউন্ডেশন’ (ওআরএফ)। সেখানে বলা হয়েছে, পূর্ব ইউরোপের সংঘাত শুরু হওয়া ইস্তক আমেরিকার প্রতিরক্ষা শিল্পে ‘বিস্ফোরক’ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। কারণ, গত সাড়ে তিন বছরে কিভের আমদানি করা হাতিয়ারের ৪৫ শতাংশই সরবরাহ করেছে ওয়াশিংটন। মার্কিন অর্থনীতির সবচেয়ে বড় অংশ রয়েছে সেখানকার সামরিক সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলির দখলে।