মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমি দেশগুলির দাদাগিরির দিন শেষ! তাদের একচ্ছত্র আধিপত্য ধ্বংস করতে হাত মিলিয়েছে তিন ‘মহাশক্তি’। সেই জোটের ছবি ধীরে ধীরে পরিষ্কার হওয়ায় ঘুম উড়েছে আমেরিকার। উদ্বেগ বাড়ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন এবং পর্তুগালের মতো ইউরোপীয় রাষ্ট্রের। ফলে স্বাভাবিক ভাবেই সামনে এসেছে একটি প্রশ্ন। আগামী দিনে ত্রিশক্তি জোটের হাতে পরাজিত হবে নেটো? বদলে যাবে দুনিয়ার ক্ষমতার ভরকেন্দ্র?
চলতি বছরের ৩ সেপ্টেম্বর। রাজধানী বেজিঙের তিয়েনআনমেন স্কোয়্যারে ২৬ জন রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে বিরাট এক কুচকাওয়াজের আয়োজন করে চিন। দিনটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লড়াই জেতার ৮০তম বার্ষিকী। ওই অনুষ্ঠানে একেবারে সামনের সারিতে ছিলেন তিন জন। তাঁরা হলেন ড্রাগন প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডেমোক্র্যাটিক পিপল্স রিপাবলিক অফ কোরিয়া বা ডিপিআরকের (পড়ুন উত্তর কোরিয়া) সুপ্রিম লিডার কিম জং-উন।