কথায় বলে, ‘একা রামে রক্ষা নেই সুগ্রিব দোসর’! ভারত ও চিনের বিরুদ্ধে এ বার সঙ্গীদের লেলিয়ে দিয়ে সেই কথাটিকেই যেন স্মরণ করাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে অপরিশোধিত খনিজ তেল কেনার জন্য নয়াদিল্লি এবং বেজিঙের উপর শুল্ক চাপাতে ক্রমাগত ‘গ্রুপ অফ সেভেন’ (জি-৭) এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট ‘উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা’ বা নেটোকে (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন) চাপ দিচ্ছেন তিনি।
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোঁ ধরে থাকায় কিছুটা বাধ্য হয়েই এ ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে জি-৭ এবং নেটো। বিশ্লেষকদের দাবি, সংশ্লিষ্ট ইস্যুতে ‘বন্ধু’ রাষ্ট্রগুলির উপরে পাহাড়প্রমাণ চাপ তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। চলতি বছরের ১২ সেপ্টেম্বর সমাধানসূত্র বার করতে বৈঠক করেন প্রথম সংগঠনটির সাত অর্থমন্ত্রী। সেখানে অবশ্য ভারত এবং চিনের উপরে উচ্চ হারে শুল্ক চাপানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ওই বৈঠক যে নয়াদিল্লির রক্তচাপ বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।