রাশিয়ার থেকে সস্তা দরে ব্যারেল ব্যারেল খনিজ তেল কেনার জের! ভারতের উপরে চটে লাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবাধ্য দিল্লিকে ‘শাস্তি’ দিতে এ দেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। ফলে আমেরিকায় রফতানি করা ভারতীয় সামগ্রীতে সব মিলিয়ে শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। অথচ গত বছরই পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো। সে সময় নয়াদিল্লিকে মস্কোর থেকে আরও বেশি পরিমাণে ‘তরল সোনা’ আমদানির জন্য উৎসাহ দিচ্ছিল যুক্তরাষ্ট্র।
২০২৪ সালে ‘আন্তর্জাতিক বিষয়ে বৈচিত্র সংক্রান্ত সম্মেলন’-এ (কনফারেন্স অন ডাইভারসিটি ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) যোগ দেন ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। সেখানেই মস্কোর থেকে নয়াদিল্লির আরও বেশি পরিমাণে খনিজ তেল কেনা উচিত বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে ভারত ও আমেরিকার সঙ্গে শুল্ক-যুদ্ধের আবহে তাঁর ওই বক্তব্য নতুন করে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে ‘দ্বিচারিতা’ ও ‘ভন্ডামি’ ধরা পড়ে যাওয়ায় এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপরে যে চাপ বাড়ল, তা বলাই বাহুল্য।