মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বশ করতে বিরল খনিজের ঘুষ! চিনকে সামনে রেখে রাশিয়াকে ব্যবহার। আর ইজ়রায়েলি আগ্রাসনের ভয় দেখিয়ে সৌদি আরবের সঙ্গে নেটো ধাঁচের প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলা। একের পর এক কূটনৈতিক চালে ঘনিষ্ঠ ‘বন্ধু’দের থেকে ভারতকে আলাদা করে ফেলছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্ষেত্রে নয়াদিল্লির এ-হেন একঘরে দশায় প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। পাশাপাশি, ইসলামাবাদের বাড়বাড়ন্তে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিদেশনীতির সমালোচনা করেছেন তাঁরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে পাক বিমানবাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেতে চলেছে, দিন দুয়েক আগে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়েছে, ইসলামাবাদের বায়ুসেনাকে ‘এআইএম-১২০ অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বা অ্যামরাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার। সংশ্লিষ্ট হাতিয়ারটি হাতে পেলে মাঝ-আকাশের ‘ডগফাইট’-এ রাওয়ালপিন্ডির ফৌজি অফিসারেরা যে অনেকটাই এগিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য। শুধু তা-ই নয়, এর জন্য যুদ্ধের সময় একাধিক লড়াকু জেট হারাতে হতে পারে ভারতকে।