আডল্ফ হিটলারের নাৎসি বাহিনীর ইয়োসেফ মেঙ্গেলে থেকে শুরু করে জোসেফ গোয়েবলস পর্যন্ত, যে অত্যাচারী সেনানায়কদের কথা ইতিহাসে উঠে এসেছে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইরমা। ইহুদিদের উপর অত্যাচারের বহরের জন্য তাঁকে বলা হত ‘দ্য হায়না অফ আউশভিৎজ়’। এ ছাড়াও অত্যাচারী মনেোভাবের জন্য ‘দ্য বিস্ট অফ বেলসেন’ তকমাও পেয়েছিলেন তিনি।