কেনিয়ার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে জঙ্গলে ঘেরা ওই পাহাড়ের নাম মৃমা। বিজ্ঞানীদের দাবি, মৃমার ঘন জঙ্গলের নীচে লুকিয়ে রয়েছে বিরল খনিজ পদার্থের বিশাল ভান্ডার। আর সেই ভান্ডার হাতে এলেই নাকি স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থা তৈরিতে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব হবে।