সরকার দেশে পরমাণু বিদ্যুতের ব্যবহার বাড়াতে চাইছে। লক্ষ্য, ২০৪৭-এ স্বাধীনতার একশো বছরে তা বর্তমানের তুলনায় ১২ গুণ বৃদ্ধি করা। পরিকল্পনা সফল হলে ভারতের বিদ্যুতের মোট চাহিদার ৫ শতাংশ হবে পরমাণু বিদ্যুৎ। তথ্য বলছে, ভারতে প্রায় ৭৬ হাজার টন ইউরেনিয়াম মজুত আছে, যা ১০ হাজার মেগাওয়াটের পরমাণুকেন্দ্রে ৩০ বছর বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো সম্ভব।