Advertisement
১৯ মে ২০২৪
আবার উইকেট নিলেন জাডেজা।

আবার উইকেট নিলেন জাডেজা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৬:৪৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৬:৪৪ key status

দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৫৬

ভারতের থেকে ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৬:০০ key status

আউট খোয়াজা

৬০ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট উসমান খোয়াজা। 

Advertisement
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৫:২৬ key status

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন

খোয়াজা-লাবুশেনের ৯৬ রানের জুটি ভাঙলেন সেই জাডেজা। ৩১ রান করে আউট লাবুশেন। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৫:০৫ key status

অর্ধশতরান খোয়াজার

অর্ধশতরান করলেন উসমান খোয়াজা। যে পিচে ভারতীয় ব্যাটাররা খেলতে পারলেন না, সেই পিচে ভাল খেললেন খোয়াজা। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৪:১৮ key status

চা বিরতিতে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৭০

উসমান খোয়াজা ৩৩ ও মার্নাশ লাবুশেন ১৬ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৩:১২ key status

নো বলের জন্য উইকেট পেলেন না জাডেজা

আরও এক বার নো বলের জন্য উইকেট পেলেন না জাডেজা। শূন্য রানের মাথায় মার্নাশ লাবুশেনকে আউট করে দিয়েছিলেন তিনি। পরে দেখা যায় নো বল করেছেন জাডেজা। 

Advertisement
timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৩:০৫ key status

আউট হেড

নিজের প্রথম ওভারেই ট্রাভিস হেডকে আউট করলেন রবীন্দ্র জাডেজা। ৯ রান করে আউট হলেন হেড।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১২:৪৬ key status

ভারতের প্রথম ইনিংস শেষ

১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুনেম্যান ৫ উইকেট নিলেন। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১২:৪২ key status

আউট উমেশ

১৭ রান করে আউট হয়ে গেলেন উমেশ যাদব। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১২:২৭ key status

আউট অশ্বিন

মধ্যাহ্নভোজের বিরতির পরেই আউট হয়ে গেলেন অশ্বিন। ভারতের অষ্টম উইকেটের পতন।

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১১:৩৭ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৭ উইকেটে ৮৪

ক্রিজে রয়েছেন অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর ৬ ও অশ্বিন ১ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১১:২৫ key status

আউট ভরত

১৭ রান করে লায়নের বলে আউট হলেন শ্রীকর ভরত। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১১:১০ key status

বিরাট কোহলি আউট

ভাল খেলছিলেন বিরাট কোহলি। কিন্তু টড মারফির একটি নিচু হয়ে যাওয়া বলে আউট হলেন তিনি। ২২ রান করেছেন কোহলি। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১১:০৩ key status

২০ ওভারে ভারতের রান ৫ উইকেটে ৬৯

ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও শ্রীকর ভরত। কোহলি ২১ ও ভরত ১০ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১০:৩৬ key status

ভারতের পঞ্চম উইকেটের পতন

কুনেম্যানের বলে আউট হয়ে গেলেন শ্রেয়স আয়ারও। পঞ্চম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১০:৩২ key status

আউট জাডেজা

জাডেজাকে আগে নামিয়ে লাভ হল না ভারতের। ৪ রান করে লায়নের বলে আউট হয়ে গেলেন তিনি। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১০:১৬ key status

আউট পুজারা

স্পিনের সামনে অসহায় দেখাচ্ছে ভারতীয় ব্যাটারদের। এ বার নেথান লায়নের বলে ১ রান করে আউট পুজারা। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১০:০৭ key status

আউট শুভমনও

ভারতকে আরও একটি ধাক্কা দিলেন বাঁ হাতি স্পিনার কুনেম্যান। শুভমনকে আউট করলেন তিনি। শুরুটা ভাল করেছিলেন শুভমন। ১৮ বলে ২১ রান করে আউট হয়ে গেলেন তিনি। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ০৯:৫৯ key status

অবশেষে আউট রোহিত

তৃতীয় বার আর বাঁচতে পারলেন না রোহিত শর্মা। কুনেম্যানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে স্টাম্প হলেন তিনি। ১২ রান করে আউট ভারত অধিনায়ক। 

timer শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ০৯:৩৬ key status

আউট হতে হতে বেঁচে গেলেন রোহিত

মিচেল স্টার্কের প্রথম বলেই ক্যাচের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ নেয়নি। পরে দেখা যায়, রোহিতের ব্যাটে লেগেছিল বল। রিভিউ নিলে আউট হয়ে যেতেন ভারত অধিনায়ক। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE