Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জিতলেও অনিশ্চিত প্লে অফ, আজ কেমন হতে পারে কোহালিদের প্রথম একাদশ

লড়াইটা পয়েন্ট টেবিলের একেবারে নীচের দুই দলের। এক দল ১১ ম্যাচে ৮টি হেরে ইতিমধ্যেই প্লে অফের দৌড়ের বাইরে। বাকি সবকটি ম্যাচ জিতলে অন্য দলের তাও সামান্য আশা আছে। এই অবস্থায় দিল্লির ঘরের মাঠে তাদের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু। ডু অর ডাই ম্যাচে দেখে নেওয়া যাক বিরাটদের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মে ২০১৮ ১৫:৫৬
Share: Save:
০১ ১২
লড়াইটা পয়েন্ট টেবিলের একেবারে নীচের দুই দলের। এক দল ১১ ম্যাচে ৮টি হেরে ইতিমধ্যেই প্লে অফের দৌড়ের বাইরে। বাকি সবকটি ম্যাচ জিতলে অন্য দলের তাও সামান্য আশা আছে। এই অবস্থায় দিল্লির ঘরের মাঠে তাদের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু। ডু অর ডাই ম্যাচে দেখে নেওয়া যাক বিরাটদের সম্ভাব্য একাদশ।

লড়াইটা পয়েন্ট টেবিলের একেবারে নীচের দুই দলের। এক দল ১১ ম্যাচে ৮টি হেরে ইতিমধ্যেই প্লে অফের দৌড়ের বাইরে। বাকি সবকটি ম্যাচ জিতলে অন্য দলের তাও সামান্য আশা আছে। এই অবস্থায় দিল্লির ঘরের মাঠে তাদের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু। ডু অর ডাই ম্যাচে দেখে নেওয়া যাক বিরাটদের সম্ভাব্য একাদশ।

০২ ১২
মনন ভোরা: চারটে ম্যাচ খেলেছেন, ব্যর্থ হয়েছেন তিনটিতে। তবে আজ প্রথম একাদশে থাকতে পারেন। ছবি: এএফপি।

মনন ভোরা: চারটে ম্যাচ খেলেছেন, ব্যর্থ হয়েছেন তিনটিতে। তবে আজ প্রথম একাদশে থাকতে পারেন। ছবি: এএফপি।

০৩ ১২
পার্থিব পটেল: সুযোগ পেয়েই ভাল ব্যাটিং করেছেন এই বাঁহাতি উইকেটরক্ষক। আজও তিনিই ওপেন করবেন। ছবি: পিটিআই।

পার্থিব পটেল: সুযোগ পেয়েই ভাল ব্যাটিং করেছেন এই বাঁহাতি উইকেটরক্ষক। আজও তিনিই ওপেন করবেন। ছবি: পিটিআই।

০৪ ১২
বিরাট কোহালি: কয়েকটি ইনিংস বাদে এখনও চেনা বিরাটকে খুঁজে পাওয়া যায়নি। আজ ক্যাপ্টেন কোহালিরও পরীক্ষা। ছবি: পিটিআই।

বিরাট কোহালি: কয়েকটি ইনিংস বাদে এখনও চেনা বিরাটকে খুঁজে পাওয়া যায়নি। আজ ক্যাপ্টেন কোহালিরও পরীক্ষা। ছবি: পিটিআই।

০৫ ১২
এবি ডেভিলিয়ার্স: শেষ দুই ম্যাচে রান পাননি। তবে ইন ফর্ম এবি যে কী করতে পারেন তা বোধহয় সবারি জানা। ছবি: পিটিআই।

এবি ডেভিলিয়ার্স: শেষ দুই ম্যাচে রান পাননি। তবে ইন ফর্ম এবি যে কী করতে পারেন তা বোধহয় সবারি জানা। ছবি: পিটিআই।

০৬ ১২
মনদীপ সিংহ: ইনিংসের একেবারে শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ রান করছেন দলের হয়ে। ছবি: পিটিআই।

মনদীপ সিংহ: ইনিংসের একেবারে শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ রান করছেন দলের হয়ে। ছবি: পিটিআই।

০৭ ১২
কলিন ডে গ্র্যান্ডহোম: ব্যাটে বলে সমান কার্যকরী। তবে দু’একটি ম্যাচ বাদে এখনও সেই ভাবে ঝলক দেখা যায়নি। ছবি: পিটিআই।

কলিন ডে গ্র্যান্ডহোম: ব্যাটে বলে সমান কার্যকরী। তবে দু’একটি ম্যাচ বাদে এখনও সেই ভাবে ঝলক দেখা যায়নি। ছবি: পিটিআই।

০৮ ১২
মইন আলি: ব্যাটে রান না পেলেও প্রথম ম্যাচেই বল হাতে সফল ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আজ থাকতে পারেন প্রথম একাদশে। ছবি: এএফপি।

মইন আলি: ব্যাটে রান না পেলেও প্রথম ম্যাচেই বল হাতে সফল ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আজ থাকতে পারেন প্রথম একাদশে। ছবি: এএফপি।

০৯ ১২
টিম সাউদি: গত ম্যাচে তিন উইকেট নিয়েছেন। তার আগের ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান করেছেন। আজ তিনি থাকছেন প্রথম একাদশে। ছবি: এএফপি।

টিম সাউদি: গত ম্যাচে তিন উইকেট নিয়েছেন। তার আগের ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান করেছেন। আজ তিনি থাকছেন প্রথম একাদশে। ছবি: এএফপি।

১০ ১২
উমেশ যাদব: দুর্দান্ত ফর্মে রয়েছেন ডানহাতি এই পেসার। এখনও পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন উমেশ। ছবি: এএফপি।

উমেশ যাদব: দুর্দান্ত ফর্মে রয়েছেন ডানহাতি এই পেসার। এখনও পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন উমেশ। ছবি: এএফপি।

১১ ১২
যুজবেন্দ্র চাহাল: চেনা ছন্দে এখনও নেই এই রিস্টস্পিনার। তবে আজ দলে থাকছেন তিনি। ছবি: এএফপি।

যুজবেন্দ্র চাহাল: চেনা ছন্দে এখনও নেই এই রিস্টস্পিনার। তবে আজ দলে থাকছেন তিনি। ছবি: এএফপি।

১২ ১২
মহম্মদ সিরাজ: গত ম্যাচে তিন উইকেট নিয়েছেন। আজও বেঙ্গালুরুর পেস আক্রমণের মুখ হয়ে উঠতে পারেন তিনি। ছবি: এএফপি।

মহম্মদ সিরাজ: গত ম্যাচে তিন উইকেট নিয়েছেন। আজও বেঙ্গালুরুর পেস আক্রমণের মুখ হয়ে উঠতে পারেন তিনি। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE