
আইপিএল থেকে বিদায় বিরাটদের।
আইপিএল থেকে বিদায় বিরাটদের।
শেষ ওভারে জিতে গেল কলকাতা। প্রথম বলেই শাকিব চার মানে ক্রিশ্চিয়ানকে। সেখানেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়। ৪ উইকেটে জিতে গেল কলকাতা।
শেষ মুহূর্তে ফিরলেন কার্তিকও। বিপদ বাড়ছে কেকেআর-এর।
সিরাজের প্রতিশোধ। নারাইনকে ফিরিয়ে দিলেন আরসিবি পেসার।
ম্যাচ নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও ঝুঁকি নিতে গিয়ে অকারণে উইকেট খোয়ালেন নীতীশ (২৩)।
ভুল শট খেলে ফিরে গেলেন বেঙ্কটেশ (২৬)।
জোড়া ধাক্কা সামলে ভাল খেলছেন বেঙ্কটেশ (২৪) এবং নীতীশ (১৫)। জিততে ৬০ বলে ৬৫ চাই কেকেআর-এর।
রাহুল ত্রিপাঠিকে (৬) ফিরিয়ে দিলেন যুজবেন্দ্র চহাল।
হর্ষলের বলে ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমন (২৯)। কেকেআর ৪১-১।
আরসিবির-র বিরুদ্ধে শুরুটা দারুণ করলেন কেকেআর-এর দুই ওপেনার।
নারাইনের দুরন্ত বোলিংয়ের দাপটে ১৩৮-এর বেশি তুলতে পারল না আরসিবি।
ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে ফিরে গেলেন ড্যান ক্রিশ্চিয়ান (৯)।
ফার্গুসনের বলে ছক্কা মারতে গিয়ে ফিরলেন শাহবাজ (১৩)।
ক্রিজে রয়েছেন ক্রিশ্চিয়ান (২) এবং শাহবাজ (১২)।
চতুর্থ উইকেট নারাইনের। এ বার তিনি ফেরালেন ম্যাক্সওয়েলকে।
পরপর উইকেট হারানোয় আরসিবি-র রান তোলার গতি অনেকটাই শ্লথ।
থামার লক্ষণ নেই নারাইনের। তিন নম্বর উইকেট পেয়ে গেলেন তিনি। এ বার ফেরালেন ডিভিলিয়ার্সকে।
নারাইনের বলে বোকা বনে ফিরলেন কোহলী। ৩৯ রানে আউট আরসিবি অধিনায়ক।
সুনীল নারাইনের বলে বেঙ্কটেশের হাতে ক্যাচ দিলেন ভরত। দ্বিতীয় উইকেট পড়ল আরসিবি-র।
রান তোলার গতি কিছুটা কমেছে কোহলীদের। অধিনায়ক ৩০ এবং ভরত ৮ রানে ক্রিজে।
লকি ফার্গুসনের বলে বোল্ড হলেন পাড়িক্কল (২১)।