Advertisement
১৯ এপ্রিল ২০২৪
wrestling

Wrestling: দঙ্গলের সোনার স্বপ্নে বিরামহীন কসরত

অলিম্পিক্স কুস্তিতে এখনও সোনা অধরা ভারতের। সেই অধরা স্বপ্নের পিছনে এখন ছুটছে পঞ্চানন ব্যায়াম সমিতি।

সুবর্ণা মৈত্র
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৭
Share: Save:

ওরা সবাই প্যাঁচ কষতে ওস্তাদ। গুটিকতক ছেলেমেয়ে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে, অনেক বড়। বিখ্যাত হতে চায় ওরা, তাই মন-প্রাণ ঢেলে আরও নিখুঁত প্যাঁচ কষেই চলে।

সেই প্যাঁচ কষা ঠিকঠাক হচ্ছে কি না তার তদারকি করেন, তালিম দেন গুরুজী। তাঁর মনোমত প্যাঁচ না হলেই তিনি ধরে পটকে দেন এক এক জনকে।

প্যাঁচ মানে কুস্তির প্যাঁচ। কুস্তিকে ঘিরে স্বপ্ন দেখা, জোড়াবাগানের পঞ্চানন ব্যায়াম সমিতির উঠতি কুস্তিগীরদের এগিয়ে চলার গল্প।

হকি বাদ দিলে অলিম্পিক্সে এখনও পর্যন্ত কুস্তি থেকেই ভারতের সবথেকে বেশি পদক এসেছে। মোট সাতটি পদক এসেছে। তবে ২টি রুপো, ৫টি ব্রোঞ্জ জিতলেও কুস্তিতে এখনও সোনা অধরা।

সেই অধরা স্বপ্নের পিছনে এখন ছুটছে পঞ্চানন ব্যায়াম সমিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE