এক দিনে দুই রূপ - সকালে মহালক্ষ্মী, রাতে কোজাগরী লক্ষ্মীর পুজো মালদহে
২০০০ সাল থেকে অষ্টাদশভুজা লক্ষ্মীর পুজো হয়ে আসছে গাংগুরিয়া সারদাতীর্থ আশ্রমে।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৭:৩৮
Share:Save:
বাংলায় একমাত্র মালদহের বামনগোলার এই আশ্রমেই হয়ে থাকে ‘মহালক্ষ্মী’ আরাধনা। গত ২১ বছর ধরে হয়ে আসছে এই পুজো। এই পুজো দেখার জন্য দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা।