প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
সোমবার সকালেও এলাকার মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কাছেরই একটি পুকুর থেকে সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ভয়ের রেশ এখনও কাটেনি, তা সত্ত্বেও ঘটনাস্থলে মানুষের ভিড়। বিস্ফোরণে ছত্রখান হয়ে যাওয়া এলাকা এক বার স্বচক্ষে দেখার জন্য ভিড় জমাচ্ছেন দূর থেকে আসা মানুষেরা। আসছেন রাজনৈতিক দলের নেতারাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা মহম্মদ সেলিমেরও মোচপোলে আসার কথা আছে। সোমবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল।
সূত্রের খবর, রবিবার রাতে নীলগঞ্জ এলাকা থেকে সফিকুল ইসলাম ওরফে শফিক আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। সফিকুল বাজি কারখানার মালিক কেরামত আলির ‘অংশীদার’ বলে জানা গিয়েছে। যে চার জনের নামে প্রাথমিক ভাবে এফআইআর দায়ের করা হয়েছিল তাঁদের মধ্যে সফিকুলও ছিলেন বলে খবর। তিনি অবৈধ বাজি কারখানায় শ্রমিক সরবরাহ করতেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy