সম্পাদনা: সুব্রত
রবিবার বিকেলে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি-সহ বিভিন্ন এলাকা। ঝড়ের অভিঘাতে এখনও অবধি মৃত পাঁচ, কয়েকশো জখম, তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতেই বাগডোগরা পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান জলপাইগুড়ি সদর হাসপাতালে। এক্স হ্যান্ডেলে দুর্যোগধস্ত জলপাইগুড়ির মানুষকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করেন অভিষেক। অভিষেক জানান, ‘মুখ্যমন্ত্রী অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে মানুষের পাশে থেকেছেন।’‘এটা রাজনীতির সময় নয়,’ বিরোধীদের কটাক্ষও করেন অভিষেক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy