প্রতিবেদন: স্রবন্তী , চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
প্রজাপতি পাখনা মেলে ধরল। সেই পাখনায় বাবা-ছেলে মিঠুন চক্রবর্তী আর দেব। বাঙালির আবেগের ‘মৃগয়া’-খ্যাত মমতাশংকর আর মিঠুন চক্রবর্তী জুটি বহুকাল বাদে বড় পর্দায়। উদ্যোগ নিয়েছেন প্রযোজক অতনু রায় চৌধুরী। বিশ্বনাথ বসু থেকে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ‘প্রজাপতি’-কে রঙিন করে তুলেছেন। ‘টনিক’ -এর সাফল্যের পর দেব-অতনু-অভিজিতের মগজাস্ত্র এ বার ‘প্রজাপতি’ হয়ে উড়বে। শহরে প্রকাশ্যে এল ছবির পোস্টার। ছবির পরিচালক, প্রযোজক থেকে কলাকুশলীরা সকলেই উপস্থিত ছিলেন। এলেন না শুধু মিঠুন চক্রবর্তী। ‘সত্যি বলছি। শুধু পোস্টার লঞ্চে মিঠুনদাকে আনা শক্ত। ছবির বাজেট নেই।’ হেসে বললেন অমায়িক দেব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy