Advertisement
১৪ অক্টোবর ২০২৪
police station

পুকুরে রাজহাঁস, বাগানে ফুলের মেলা, এই থানার সৌন্দর্য্য পাল্লা দেবে পার্ককেও

চাঁচল থানা সংলগ্ন কালী মন্দিরের পাশেই রয়েছে এই বাগান। চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদা-সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাহার দেখা যাবে সেখানে।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৯:৩৮
Share: Save:

সামনে দোল উৎসব। তাই প্রকৃতির রঙ দিয়ে সেজে উঠেছে মালদহের চাঁচল থানা। রকমারি ফুলে রঙের বন্যা থানা চত্বরে৷ থানা চত্বর ফুলের গন্ধে ম-ম করছে। সেই ফুলের বাগানের মাঝে ফুটবল মাঠ এবং ভলিবল কোর্ট। চাঁচল থানা এখন শুধুই আইনের শৃঙ্খলে বন্দি নয়, এখন তা যেন মন ভাল করার রসদও৷ মনে হবে কোনও সাজানো পার্কে দাঁড়িয়ে আছেন। চাঁচল থানা সংলগ্ন কালী মন্দিরের পাশেই রয়েছে এই বাগান। চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদা-সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাহার দেখা যাবে। শুধু তাই নয়, গ্রাম্য চাষাবাদের প্রকৃতি তুলে ধরতে চারপাশে রয়েছে আখ, ভুট্টা-সহ বিভিন্ন রকম চারাগাছ। থানার জানালা দিয়ে উঁকি দিলেই দেখা যায় জলাশয়। সেখানে ভেসে চলেছে রাজহাঁস এবং পাতিহাঁস। ফুলের বাগানের সঙ্গে জলাশয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে দোলনা। থানা চত্বরে এমন সৌন্দর্যায়ন নিয়ে অবসরপ্রাপ্ত হোমগার্ড আনন্দগোপাল দত্তের কথায়, ‘‘চাঁচল থানার আইসি পুর্ণেন্দুকুমার কুণ্ডুর তত্ত্বাবধানে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। পুলিশ কর্মীরাই বাগানের দেখভাল করেন।’’ সিভিক ভলান্টিয়ার সফিকুল আলম বলেন, ‘‘কাজের ব্যস্ততায় বাইরে কোথাও ঘুরতে না যাওয়া হলেও থানার উদ্যানে প্রাণ ভরে নিশ্বাস-প্রশ্বাস নিই।’’ চাঁচল থানার আইসি পুর্ণেন্দুকুমারের কথায়, ‘‘থানার সৌন্দর্য্য বাড়াতে আরও চারাগাছ লাগানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE