প্রতিবেদন: রাহুল, চিত্রগ্রহণ: অভিষেক, সম্পাদনা: সৌম্য
সম্প্রতি শহরের এক বিলাসবহুল হোটেলে হাজির হয়েছিল প্রায় গোটা টলিপাড়া। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে জয়া আহসান, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, মধুরিমা বসাক, ঊষসী রায় সহ আরও অনেকে। উপলক্ষ ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মের জন্মদিন। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের একাধিক সিরিজ়ের আনুষ্ঠানিক ঘোষণাও সারা হল ওই দিন। একাধিক চর্চিত সিরিজ়ের আগামী সিজ়নের পাশাপাশি থাকছে নতুন কিছু চমক। এই প্রথম ওটিটিতে পা রাখছেন দেবশ্রী রায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, মিমি চক্রবর্তী। ‘গোরা’র নয়া সিজ়নের পাশাপাশি নতুন সিরিজ় ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ এও দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এ ছাড়াও ঘোষণা হয়েছে এক গুচ্ছ নতুন ওয়েব সিরিজ়ের, যেখানে দেখা যাবে টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, ইশা সাহার মত টলিপাড়ার সব পরিচিত মুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy