মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত তারকা ম্যাথু পেরি। নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর ছয় চরিত্রের অন্যতম প্রধান চরিত্র ছিল ‘চ্যান্ডলার বিং’। ‘চ্যান্ডলার’-এর চরিত্রে ম্যাথুর অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকের। সেই দর্শকের তালিকায় রয়েছেন করিনা কপূর খান, মহেশ বাবু, রণবীর সিংহের মত ভারতীয় চলচ্চিত্র জগতের বেশ কিছু তারকা। এ বার সাধারণ দর্শকের পাশাপাশি তাঁরাও সমাজমাধ্যমে ‘চ্যান্ডলার’কে নিয়ে স্মৃতিচারণা করলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy