Advertisement
২১ মে ২০২৪
West Bengal Panchayat Election 2023

ফের বোমা উদ্ধার ভাঙড়ে, খয়রাশোলে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১

ভোটের মুখে আবারও বোমা-অস্ত্র উদ্ধার হিংসা বিধ্বস্ত ভাঙড় ও খয়রাশোলে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ভাঙড়, দুবরাজপুর শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ২১:৩৩
Share: Save:

পঞ্চায়েত ভোটের মুখে বোমা-অস্ত্র উদ্ধার লেগেই রয়েছে রাজ্য জুড়ে। ভোটের তিন দিন আগে বীরভূম এবং হিংসা-বিধ্বস্ত ভাঙড় থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র এবং তাজা বোমা। বুধবার আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বীরভূমের খয়রাশোল থানার পুলিশ। ধৃতের নাম কাঞ্চন মোদক। তাঁর বাড়ি খয়রাশোলেই। পুলিশ সূত্রে খবর, কাঞ্চন আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি বিক্রি করার চেষ্টা করছিলেন। গোপন সূত্র মারফত তদন্তকারীরা সেই খবর জানতে পেরেই ইদিলপুর মোড় থেকে তাঁকে গ্রেফতার আটক করে। এর পর তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। পরে কাঞ্চনকে গ্রেফতার করে দুবরাজপুর আদালতে হাজির করানো হয়। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষ পর্বে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। তা রেশ এখনও কাটেনি। প্রায় রোজই অশান্তির খবর আসছে সেখানে থেকে। তার মধ্যেই চণ্ডীহাট থেকে উদ্ধার হল তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম। কাশীপুর থানার পুলিশ সূত্রে খবর, অন্তত ১০টি বোমা মিলেছে। তিন জনকে আটকও করা হয়েছে। তৃণমূলের দাবি, তাঁরা আইএসএফের সক্রিয় কর্মী। আইএসএফ যদিও এই দাবি নস্যাৎ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE