Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Covid

চার মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ!

করোনা সংক্রমণ ১৩ হাজার ছাড়িয়েছিল শনিবারই। তবে বৃহস্পতিবার এই সংখ্যা আরও বেড়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ১৩ হাজার ছাড়িয়েছিল সংক্রমণ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৭:৩০
Share: Save:

দেশে করোনার দৈনিক সংক্রমণ আবার ১৩ হাজার ছাড়াল। বৃহস্পতিবারের দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, দেশে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাবে দেশে এখন ৮৩ হাজার ৯৯০ জন করোনা রোগী রয়েছেন। করোনার বাড়তে থাকা সংক্রমণের দিকে নজর রেখেই সম্ভবত গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। বুধবারের দেওয়া হিসাব অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় তিন লক্ষ ১০ হাজার ৬২৩ জনের করোনা পরীক্ষা করানো হয়েছিল। বৃহস্পতিবারের হিসাব বলছে গত এক দিনে দেশে ছ’লক্ষ ৫৬ হাজার ৪১০ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE