Advertisement
০১ মে ২০২৪
Durga Pujo 2023

বাড়ছে প্রতিমার দাম, তবে চাহিদা বৃদ্ধি পাওয়ায় খুশি মৃৎশিল্পীরা

বাড়ছে প্রতিমার খরচ। বরাত দিতে এসে বুঝতে পারছেন পুজো উদ্যোক্তারা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩
Share: Save:

পুজোর খরচ বাড়তে চলেছে। বাড়ছে প্রতিমার খরচও। বরাত দিতে এসে বুঝতে পারছেন পুজো উদ্যোক্তারা। তবে আশার কথা, গত বছরের তুলনায় এ বার বেড়েছে প্রতিমার চাহিদা। তাতেই খুশি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মৃৎশিল্পীরা।

জয়নগরের মৃৎশিল্পী রমেশ রুদ্র বৈরাগী জানান, এ বছর ৪০ হাজার টাকার মধ্যে প্রতিমা পাওয়া যাচ্ছে৷ কারও বাজেট বেশি হলে, ৮০ থেকে ৯০ হাজার টাকায় কিনতে পারেন প্রতিমা৷ তবে গত বছরের থেকে এ বার প্রতিমার দাম অনেকটাই বেড়েছে। মৃৎশিল্পী রাজকুমার সর্দার তার কারণ জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘বাঁশের দাম গত বছর ২০০ টাকা ছিল। এ বার তা ৩৫০ থেকে ৪০০ টাকা৷ খড়ের দামও বেড়েছে দ্বিগুণ৷ ২০০ টাকার খড় এ বার ৪০০ টাকা৷ দাম বেড়েছে দড়িরও।’’ প্রতিমার বরাত দিতে এসে বিপাকে পুজো উদ্যোক্তা অমিত মণ্ডল৷ বাজেট বৃদ্ধি করার বিষয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন বলেও জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE