Advertisement
৩০ এপ্রিল ২০২৪
cpm rally

দুর্নীতি-তদন্তে গড়িমসির অভিযোগ, সিজিও কমপ্লেক্স অভিযানে সিপিএমের নিশানায় ইডি-সিবিআই

চোর-ডাকাতদের ধরতে ইডি-সিবিআই গড়িমসি করছে, বৃহস্পতিবার সিপিএমের সিজিও কমপ্লেক্স অভিযানে দাবি সিপিএম নেতা রবীন দেবের

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৯:০৩
Share: Save:

অন্য রাজ্যে রাজনৈতিক বাধ্যবাধ্যকতার কারণেই বিরোধী দলকে হেনস্থা করে ইডি-সিবিআই, আর একই ভাবে এ রাজ্যে রাজনৈতিক কারণে দুর্নীতির চাঁইদের ছেড়ে রাখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এমনই অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। দুর্নীতি মামলায় আসল অপরাধীদের গ্রেফতারির দাবিতে বুধবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল সিপিএম। এ দিন উল্টোডাঙার হাডকো মোড় থেকে মিছিল করে ইডি দফতরের সামনে যান সিপিএম নেতা-কর্মীরা। সিজিও কমপ্লেক্সের থেকে কিছুটা দূরে মঞ্চ বেঁধে সমাবেশও করেন বামেরা। মঞ্চ থেকে দেওয়া ভাষণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমেরা। এ দিনের কর্মসূচিতে যোগ দেন বিমান বসু, সুজন চক্রবর্তী, রবীন দেব-সহ অন্যান্য সিপিএম নেতানেত্রী। তাঁদের দাবি, অন্য রাজ্যে বিরোধীদের হেনস্থা করলেও পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই ইডি-সিবিআই ‘আসল অপরাধীদের’ ধরছে না। অর্থাৎ, এ দিনের সিজিও কমপ্লেক্স অভিযানে সিপিএম নেতৃত্বের গলায় সেই ‘বিজেমূল’ তত্ত্বেরই প্রতিধ্বনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE