প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ , চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: অলোক ,আবহ সঙ্গীত: অমৃতা সরকার
যোগমায়া, যিনি কালী কিংবা দুর্গা-স্বরূপিনী, তাঁকে বলা হয় ‘অঘটন ঘটন পটিয়সী’। যা ঘটবার নয়, যিনি তা ঘটাতে পারেন, তিনিই কালী। এমন একজন ঈশ্বরকে প্রয়োজন যাকে স্পর্শ করা যায়, কথা বলা যায়। মানুষের এই অন্বেষণ থেকেই তৈরি হল দেবীর একটি অপরূপ রূপ এবং সেটিও অবধারিতভাবে কালো: নৃসিংহপ্রসাদ ভাদুড়ী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy