Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Parliament Security Breach

‘রংবোমা’র প্যামফ্লেটে ‘মোদী’ আর ‘মণিপুর’, সংসদকাণ্ডে কী দাবি দিল্লি পুলিশের

শুক্রবারই সংসদে ‘রংবোমা’কাণ্ডে ধৃত পাঁচ জনকে পাতিয়ালা আদালতে পেশ করে দিল্লি পুলিশ। অভিযুক্তদের ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠায় কোর্ট।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১১
Share: Save:

বুধবারের ‘রংবোমা’কাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছিল চার জনকে। বৃহস্পতিবার রাতে দিল্লির এক থানায় আত্মসমর্পণ করেন আরও এক অভিযুক্ত। শুক্রবার পাঁচ জনকে পটিয়ালা হাউজ় কোর্টে পেশ করা হলে, ধৃত সাগর শর্মা, নীলম আজ়াদ, অমল শিন্ডে, মনোরঞ্জন ডি এবং ললিত ঝা-কে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় আদালত। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাতেও মামলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এ দিন আদালতে পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি প্যামফ্লেট উদ্ধার হয়েছে। এ ছাড়াও লোকসভার ‘ওয়েল’ থেকে মিলেছে আরও দু’টি প্যামফ্লেট। কী লেখা আছে সেই সব প্রচারপত্রে? কী বলছে দিল্লি পুলিশ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE