একদিকে স্টেশন, আর তার সামনেই দাঁড়িয়ে পরপর অটো। ঠিক তার পাশেই কুমারটুলির আদলের একটি জায়গায় তৈরি হচ্ছে দুর্গামূর্তি। এমন দৃশ্য দেখলে মন ভাল না হয়ে কি আর পারে? উত্তর কলকাতার জনপ্রিয় পুজো আহিরীটোলা সর্বজনীনে এবার থাকছে পুরোনো কলকাতার নস্টালজিয়া। প্রস্তুতি পর্বে সেখানে পৌঁছল আনন্দবাজার অনলাইনের ক্যামেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy