আরজি কর আবহে পুজো। একদিকে চলছে উৎসবের প্রস্তুতি আর অন্যদিকে পাল্লা দিয়েই বাড়ছে প্রতিবাদ। তার জেরে এ বার সরকারের দেওয়া অনুদান ফিরিয়েছেন অনেকেই। শাসকের আশঙ্কা দুর্গাপুজোর মধ্যেও মাথা ব্যথার কারণ হতে পারে জুনিয়র ডাক্তারদের নাছোড়বান্দা আন্দোলন, আর জনতার বিচারের দাবি। তাই কি তৃণমূল এ বার বাড়তি তৎপর? গত বারের চেয়ে এই বছর ছাপিয়ে যেতেই হবে! উৎসবের প্রাক্কালে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী যেমন বলছেন, “এর আগেও তো সরকার ছিল পশ্চিমবাংলায়, খুন ধর্ষণ কি হয়নি?” তাঁর বক্তব্য, “পুজোকে কেন্দ্র করে ৭০ হাজার কোটি টাকার অর্থনীতি আবর্তিত হয়, কোনও ব্যক্তি মানুষ যেন আরেক জন মানুষের মুখের ভাত না কেড়ে নেয়। দয়া করে আমার কথাটা বিবেচনায় রাখবেন।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy