EC organizes Special Camp to help sex workers of Sonagachi dgtl
Sonagachi
এসআইআর-এ নানা ‘বিপদ’, চিন্তায় ঘুম ছুটেছিল যৌনকর্মীদের, ক্যাম্প করে পাশে কমিশন
সোনাগাছিতে বিশেষ ক্যাম্প করে যৌনকর্মীদের এসআইআর সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নির্বাচন কমিশনের।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬
Share:Save:
এসআইআর পর্বের গোড়া থেকেই সোনাগাছিতে উঠে এসেছিল নানা সমস্যা। যৌনকর্মীদের ভোটাধিকার নিশ্চিত হবে কি না, তা নিয়ে ধন্দে ছিল যৌনকর্মীদের সংগঠনগুলিও। সমাধান খুঁজতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন যৌনকর্মীরা। বিশেষ ক্যাম্প করে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিল নির্বাচন কমিশন।