প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
কোভিড-১৯ এর নতুন উপরূপ জেএন -১। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই উপরূপের সংক্রমণই দ্রুত ছড়াচ্ছে। ওমিক্রন প্রজাতির একটি উপপ্রজাতি এই জেএন-১। এর উপসর্গও ওমিক্রনের মতই।চীন,আমেরিকার পাশাপাশি ভারতেও এই জেএন-১ উপরূপের খোঁজ মিলেছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে কর্ণাটকের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে এখনই কলকাতায় এই নতুন উপরূপকে নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না চিকিৎসকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy