বর্ষা আসতেই ফি বছরের মতো ‘জল-যুদ্ধ’ শুরু হয়ে গিয়েছে বঙ্গে। যুযুধান রাজ্য সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত ‘দামোদর ভ্যালি কর্পোরেশন’ বা ডিভিসি। রবিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। দু’জনের মধ্যে আকস্মিক ভাবে তেনুঘাট জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়া এবং তার জেরে বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়। হেমন্তকে এ বিষয়ে যথাযত পদক্ষেপ করার আবেদনও করেছেন মমতা। তবে, শুধু জলাধার থেকে জল ছাড়াই নয়, বাংলার প্রশাসনের আসল চ্যালেঞ্জ আসন্ন ভরা কোটাল মোকাবিলাও। আগামী ৫ এবং ৬ অগস্ট আসছে ভরা কোটাল। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন জেলার বহু এলাকা জলমগ্ন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy