Advertisement
০৮ অক্টোবর ২০২৪
Sandip Ghosh

চড়ের পর ‘চোর’ স্লোগান! সন্দীপ ঘোষকে ঘিরে ফের বিক্ষোভ আদালতে, গাড়িতে ছোড়া হল জুতো

আট দিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট চার জনকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫১
Share: Save:

আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির ঘটনায় ধৃত কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। সন্দীপ-সহ সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে মঙ্গলবার তোলা হয় আলিপুর আদালতে। সেখানে বিচারক চার জনকেই আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত বা জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এর ফলে আপাতত সন্দীপ জেলেই থাকবেন। সিবিআই মঙ্গলবার সন্দীপদের নিজেদের হেফাজতে চায়নি। সূত্রের খবর, ভবিষ্যতে প্রয়োজন মতো আবার যাতে সন্দীপকে তাঁরা হেফাজতে নিতে পারেন, সেই কারণেই এই দফায় হেফাজত চাওয়া হল না। এ দিকে প্রথম দিনের মতোই দ্বিতীয় শুনানির দিনেও আলিপুর আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা। সন্দীপকে দেখে উঠল চোর স্লোগান।

বিচারকের নির্দেশের পর মঙ্গলবার আলিপুর আদালতে সশরীরে হাজির করানো হয় সন্দীপ-সহ চার জনকে। আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলায় ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার আলিপুর আদালতে সেই নির্দেশ দিয়ে এজলাস থেকে বিচারক বেরিয়ে যেতেই শুরু হয় স্লোগান, ‘লড়াই লড়াই লড়াই চাই’। কেউ বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। মূলত মহিলা আইনজীবীরাই সন্দীপের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সন্দীপকে ‘ধর্ষক’ বলে সম্বোধন করেন কেউ কেউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE