প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
ভারতীয় নৌসেনার ভাণ্ডারে নতুন সংযোজন। ২.১৫ মিটার দৈর্ঘ্যের একটি স্বয়ংক্রিয় যান। বৃহস্পতিবার কলকাতার গার্ডেনরিচে উদ্বোধন করা হল একটি স্বয়ংসম্পূর্ণ ডুবো যানের। যা সমুদ্রের গভীরে ৩০০ মিটার পর্যন্ত যেতে পারে। জলের নিচে ৪ ঘণ্টা পর্যন্ত ভেসে থাকতে পারে এই যান। ছোট সাবমেরিনের মতো দেখতে যন্ত্রটির নামকরণ করা হয়েছে 'নিরাক্ষী'। সমুদ্রের তলায় শত্রুপক্ষের পাঠানো কোনও অজ্ঞাত বস্তুকে এক লহমায় চিহ্নিত করতে পারবে 'নিরাক্ষী'। নিজেই অনবরত নজরদারি চালাবে জলের তলায়। ভারতীয় নৌসেনা সূত্রে খবর, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই ভারতীয় নৌসেনার ভাণ্ডারে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে কাজ করবে এই স্বয়ংসম্পূর্ণ ডুবো যান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy