Advertisement
০৪ মে ২০২৪
Kunal Ghosh

রাজ্যপালের ভূমিকায় কুণালের অসন্তোষ, ‘মহাজ্ঞানী’ বলে পাল্টা খোঁচা সজলের

পঞ্চায়েত ভোট নিয়ে অভিযোগ জানাতে রাজভবনে ‘শান্তিকক্ষ’। রাজ্যপালের ভূমিকা নিয়ে তরজায় দুই ঘোষ।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ২০:২৩
Share: Save:

‘দিদিকে বলো’র মতো ‘রাজ্যপালকে বলো’। পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে অভিযোগ শুনতে ‘শান্তিকক্ষ’ খুলল রাজভবন। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবন জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও অসন্তোষ থাকলে তা এ বার সরাসরি জানানো যাবে। শাসক থেকে বিরোধী, সবার অভাব, অভিযোগ শুনবেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোট সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে হেল্প ডেস্কের নম্বর এবং মেল আইডি দিয়ে তা জানাতে বলল রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই পদক্ষেপে অসন্তুষ্ট রাজ্যের শাসক। যার নিন্দা করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজভবন তো পোস্ট অফিস নয়। এক্তিয়ারের বাইরে গিয়ে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কাজ করছেন রাজ্যপাল। তাঁর মন্তব্যে বিরোধীরা উৎসাহিত হচ্ছে। রাজ্যপাল বিজেপির পাঠানো লোক, বিরোধীদের অক্সিজেন দিচ্ছেন।” কুণালের মন্তব্যের সমালোচনা করে জবাব দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষও। তাঁর বক্তব্য, “কুণাল ঘোষ কৃষ্ণগহ্বর থেকে মহাকাশ পর্যন্ত সব বিষয়েই জানেন। উনি মহাজ্ঞানী। রাজ্যপাল অনধিকার কাজ করে থাকলে আইনি ব্যবস্থা নিন। রাজভবনের সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে, রাজ্যের কী অবস্থা।” অন্যদিকে সিপিএম নেতা মহম্মদ সেলিমের বক্তব্য, “রাজ্য নিজের এক্তিয়ারকে সঙ্কুচিত করছে বলেই নবান্নর থেকে রাজভবনের গুরুত্ব বাড়ছে। রাজ্য সরকারই রাজ্যপালকে সুযোগ করে দিচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE