Advertisement
২১ মে ২০২৪
WTC Final 2023

রানের পাহাড়ে চড়তে ভারতের ভরসা বিরাট, ওভালে জিততে ভাঙতে হবে ১২১ বছরের রেকর্ড

রোহিত শর্মা (৪৩), শুভমন গিল (১৮), চেতেশ্বর পূজারার (২৭) মতো বিশ্বমানের ব্যাটাররা প্যাভিলিয়নে ফেরার পর হাল ধরেছে বিরাট কোহলি (৪৪*) এবং অজিঙ্ক রাহানে (২০*) জুটি। তারকা যুগলবন্দিতে এসেছে ৭১ রান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ওভাল শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৪:৫৬
Share: Save:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সামনে রানের পাহাড়। ওভালে ফাইনাল জিততে চতুর্থ ইনিংসে করতে হবে ৪৪৪। চতুর্থ দিনের শেষে সেখানে ভারতের স্কোর ৩ উউকেট হারিয়ে ১৬৪। রোহিত শর্মা (৪৩), শুভমন গিল (১৮), চেতেশ্বর পূজারার (২৭) মতো বিশ্বমানের ব্যাটাররা প্যাভিলিয়নে ফেরার পর হাল ধরেছে বিরাট কোহলি (৪৪*) এবং অজিঙ্ক রাহানে (২০*) জুটি। এখনও পর্যন্ত তারকা যুগলবন্দিতে এসেছে ৭১ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল জিততে হলে ভারতকে ভাঙতে হবে ১২১ বছরের রেকর্ড। ১৯০২ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। দ্য ওভালে টেস্টের চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার এটাই এখনও পর্যন্ত শ্রেষ্ঠ নজির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে হলে ভাঙতেই হবে এই ব্রিটিশ রেকর্ড। ভারত কি পারবে? উত্তর দেবে সময়ই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE