Advertisement
০২ মে ২০২৪
Arabian Sea Hijack Attempt

‘জলদস্যু’র খপ্পর থেকে মুক্ত ২১ নাবিক, সোমালিয়া অভিযানে ভারতীয় ‘মার্কোস’

বৃহস্পতিবার সন্ধ্যায় খবর মেলে, সোমালিয়ার কাছে আরব সাগরের উপরে বাহরাইনগামী ‘এমভি লীলা নরফোক’ বাণিজ্যতরী অপহরণের চেষ্টা চলছে। সঙ্গে সঙ্গেই তৎপর হয় ভারতীয় নৌসেনা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১৫:৫৪
Share: Save:

ব্রাজ়িলের পোর্ট ডু একো থেকে বাহরাইনের খলিফা বিন সলমন বন্দরে যাচ্ছিল লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি লীলা নরফোক’। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটিশ সমুদ্রবাণিজ্য বিষয়ক পোর্টাল ‘ইউকেএমটিও’-তে বিপদসংকেত পাঠায় ‘নরফোক’। জানানো হয় পাঁচ-ছ’জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী উঠে পড়েছে জাহাজে। ১৫ জন ভারতীয়-সহ জাহাজের ২১ জন নাবিকের অপহরণের আশঙ্কায় নড়েচড়ে বসে ভারতীয় সেনা। শুরু হয় ‘জলদস্যু’দের কবল থেকে ‘নরফোক’কে মুক্ত করার অভিযান। অবশেষে শুক্রবার বিকেলে উদ্ধার করা হয় জাহাজটিকে। তবে ভারতীয় নৌসেনার তরফ থেকে জানানো হয়, মেরিন কম্যান্ডোরা জাহাজে পৌঁছে আর ‘দুষ্কৃতী’দের দেখা পাননি। সম্ভবত, ভারতীয় নৌসেনার তরফ থেকে বার বার আত্মসমর্পণের হুঁশিয়ারি শুনেই পালিয়ে যান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE