Israel Defence Forces uproot thousands of olive trees in West Bank dgtl
Palestine
যুদ্ধে ছাড় নেই গাছেদেরও, প্যালেস্টাইনে ইজ়রায়েলি হানায় ধ্বংস একের পর এক জলপাই বাগান
ওয়েস্ট ব্যাঙ্কে প্রায় তিন হাজার গাছ উপড়ে ফেলে ইজ়রায়েলি সেনা। প্যালেস্টাইনিদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ জলপাই গাছ?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৪:৩৯
Share:Save:
জলপাই গাছ। প্যালেস্টাইনিদের জীবন আবর্তিত হয় এই গাছকে কেন্দ্র করে। রোজগার হোক বা রোজকার খাবার। প্যালেস্টাইনিরা নির্ভরশীল জলপাই গাছের উপর। সেই জলপাই গাছের বাগান কেটে ফেলছে ইজ়রায়েলি সেনা।