ব্যাকবেঞ্চাররা দুরন্ত। দুষ্টুমি করে। আর, সামনের সারির পড়ুয়ারা শান্ত। মনোযোগী। এই পার্থক্য মুছে ফেলার চেষ্টা করছে কেরল। শ্রেণিকক্ষে আর থাকবে না সামনের বেঞ্চ আর পিছনের বেঞ্চ-এ ভাল খারাপের পার্থক্য। আর এই উদ্যোগে প্রেরণা জোগাল সদ্য মুক্তি পাওয়া একটি সিনেমা।