Advertisement
৩০ এপ্রিল ২০২৪
car parking

কাঁটার পরিবর্তে ‘অ্যাপ’! শহরে বেআইনি পার্কিং রুখতে আধুনিক প্রযুক্তির হাত ধরছে কলকাতা পুরসভা

শহরে বেআইনি পার্কিংয়ের দৌরাত্ম্য রুখতে ‘মোবাইল অ্যাপ্লিকেশন’ চালু করতে চলেছে কলকাতা পুরসভা।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ২০:৩৬
Share: Save:

রোজ অজস্র বেআইনি পার্কিংয়ের অভিযোগ জমা পড়ে কলকাতা পুরসভায়। এত দিন নজরে আসলে বেআইনি ভাবে পার্ক করা গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দিত পুলিশ। এ বার কাঁটার বদলির খোঁজে কলকাতা পুরসভা। বেআইনি পার্কিং রুখতে ‘কেএমসি এমপ্লয়ি মোবাইল অ্যাপ’ নামের বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করছে কলকাতা পুরসভা। এই অ্যাপের মাধ্যমে সহজেই পার্ক করা কোন গাড়ি বা যানবাহনের ছবি তুলে অ্যাপে আপলোড করতে পারবেন পরিদর্শকেরা। জিপিএস লোকেশন-সহ গাড়ির ছবি পুরসভার কাছে নথিবদ্ধ হবে এবং মোবাইলে মেসেজের মাধ্যমে গাড়ির মালিককে জরিমানার কথা জানিয়ে দেওয়া হবে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত থাকবে পরিবহণ দফতর এবং কলকাতা পুলিশও। সাত দিনের মধ্যে অভিযুক্ত গাড়ির চালককে অনলাইনে বা পুরসভায় গিয়ে ধার্য জরিমানা মিটিয়ে দিয়ে আসতে হবে। কলকাতা শহরের নাগরিকেরা প্রয়োজন মতো পার্কিংয়ের অনুমতির জন্য পুরসভায় দরখাস্তও করতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE