ইঁদুরদৌড়ে জব্দ ল্যান্ডমাইন, কম্বোডিয়ায় বিস্ফোরকের খোঁজে না-মানুষ বাহিনী
জায়ান্ট আফ্রিকান পাউচড র্যাট। কম্বোডিয়ায় গন্ধ শুঁকে ল্যান্ডমাইন চিহ্নিত করে এই ইঁদুরের দল।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৯:৩০
Share:Save:
গৃহযুদ্ধ শেষ। কিন্তু কাম্বোডিয়ায় গ্রামে গ্রামে এখনও ছড়িয়ে বিপদ। দেশ জুড়ে পড়ে রয়েছে কয়েক লক্ষ ল্যান্ডমাইন। সেই বিস্ফোরক খুঁজে বের করার দায়িত্বে এক ঝাঁক ইঁদুর। মাটির নিচে পাতা ল্যান্ডমাইন চিহ্নিত করে ইতিমধ্যে বিশ্বরেকর্ডও গড়েছে এক ইঁদুর।