Advertisement
০৩ মে ২০২৪
Sandhya Mukhopadhyay

Sandhya Mukhopadhyay passes away: বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকা নিভে গেলেন

শাস্ত্রীয়সঙ্গীত, লঘু শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং সেই সঙ্গে মুম্বইয়ে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক—সবেতেই তাঁর অবাধ সঞ্চরণ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩২
Share: Save:

আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়রা একে একে চলে গিয়েছেন আগেই। এ বার নিভল সন্ধ্যা-প্রদীপও। ৯০ বছর বয়েসে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়। তার পরই নিভে যায় সন্ধ্যা তারা।

শাস্ত্রীয়সঙ্গীত, লঘু শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং সেই সঙ্গে মুম্বইয়ে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক—সবেতেই তাঁর অবাধ সঞ্চরণ। এত দীর্ঘ সময় ধরে বাংলার কোনও শিল্পীর সঞ্চারপথ এত ব্যাপক নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE