Advertisement
২৭ জুলাই ২০২৪
Heat Wave

দিল্লির পারদ চড়েছে ৫২ ডিগ্রি! জল অপচয় করলেই জরিমানা দু’হাজার টাকা

দিল্লির তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস। ভয়াবহ জলসঙ্কটে দিল্লিবাসী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৪ ২০:৩৫
Share: Save:

হাফ সেঞ্চুরির পারদ পেরলো দিল্লির গরম। তাপমাত্রা ছুঁয়েছে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ভয়ংকর রেকর্ডের যদিও পরেই সদয় হয়েছে প্রকৃতি। রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে।

মৌসম ভবন জানিয়েছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ উত্তর-পশ্চিম দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২.৩ ডিগ্রি। রাজধানীর বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সর্বাধিক প্রভাব পড়েছে। আগামী দু’দিন উত্তর এবং উত্তর-পশ্চিম ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ জারি মৌসম ভবনের। দেশের সর্বকালীন রেকর্ড গড়েই বৃষ্টি নেমেছে দিল্লিতে। এরই মধ্যে ভয়াবহ জলসঙ্কটে পড়েছেন দিল্লিবাসী। ঘরে এতটুকু জল বাঁচিয়ে রাখা দায় হয়ে উঠেছে। জলের ঘাটতি মেটাতে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ করেছে দিল্লি সরকার। জল অপচয় রুখতে দু’হাজার টাকা জরিমানা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE