Advertisement
০৩ মে ২০২৪
East Bengal Vs Mohun Bagan

ডার্বি জয়ের খরা কাটালেন দক্ষিণী ফুটবলার, ইস্টবেঙ্গলের জয়ের নায়ক নন্দকুমারকে চিনুন

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে হারায় লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন নন্দকুমার সেকর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ২০:৩২
Share: Save:

২০১৯ সালের ২৭ জানুয়ারির পর আবার ২০২৩ সালের ১২ অগস্ট। ১৬৫৭ দিন পর ডার্বি জিতল ইস্টবেঙ্গল। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে হারায় লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন নন্দকুমার সেকর।

ডার্বি জয়ের নায়ক নন্দকুমারকে চেনেন? পরিচয় করিয়ে দিচ্ছে আনন্দবাজার অনলাইন।

নন্দকুমারের জন্ম তামিলনাড়ুতে। ২০১৭ সালে আই লিগে চেন্নাই সিটি এফসি-র হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর। ওই মরসুমেই লোনে দিল্লি ডায়নামোজের হয়ে আইএসএল খেলেন তিনি। ২০১৭-’১৮ ফুটবল মরসুমে দিল্লি ডায়নামোজের হয়ে একটি গোল এবং চারটি অ্যাসিস্ট রয়েছে তাঁর। ২০১৮-’১৯ মুরসুমে দিল্লি ডায়নামোজের হয়েই আইএসএল খেলেন নন্দকুমার। পরের মুরসুমে তিনি চলে আসেন ওড়িশা ফুটবল ক্লাবে। ২০১৯-’২০ মরসুমে ওড়িশার হয়ে আইএসএল খেলেন নন্দ। ১৬টি ম্যাচ খেলে দলের জয়ে একাধিক বার অবদান রেখেছেন তিনি। পরের বছর ওড়িশার হয়েই আরও ১১টি ম্যাচ খেলেন নন্দকুমার। এ বছর ২৭ বছরের এই দক্ষিণী ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।চুক্তি অনুযায়ী ২০২৩ থেকে আগামী তিন বছর ইস্টবেঙ্গলে খেলবেন নন্দকুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE