Advertisement
০৪ মে ২০২৪
Nandy Sisters

‘টম অ্যান্ড জেরি’র মতো বোনেরা, নন্দী সিস্টার্সের কথা জুড়ে শুধুই ‘মা’

নন্দী সিস্টার্স। ভাষার গন্ডি ভেঙে আন্তর্জাল কাঁপাচ্ছেন। সাজ আর গানের অন্দরকাহিনি নিয়ে আনন্দবাজার অনলাইনে ভাইরাল কন্যাদ্বয়।

প্রতিবেদন: সুচন্দ্রা, চিত্রগ্রহণ: সুবর্ণা ও প্রিয়ঙ্কর, সম্পাদনা ও গ্রাফিক্স: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৯:১৬
Share: Save:

দু’বোনের অন্দরকাহিনি নিয়ে আড্ডার কথা ছিল। হয়ে গেল মায়ের গল্প। অবাক হওয়ার কিছু নেই, ভাইরাল কন্যাদ্বয়ের ‘রিয়েল থেকে রিল’— সবটা জুড়েই তাঁদের মা। সাজুগুজু হোক বা সমাজমাধ্যমে দু’জনের আত্মপ্রকাশ, নন্দী সিস্টার্স দাবি করতেই পারেন, ‘মেরে পাস মা হ্যায়’। এই প্রথম কোনও সংবাদমাধ্যমে মুখ খুললেন জুঁই নন্দী। সন্তানদের সাফল্য আর পাঁচটা বাঙালি মায়ের মতো তাঁরও দু’চোখ ভিজিয়ে দেয়। বলেন, “এখন ওরাই আমার খেয়াল রাখে।” আর মেয়েরা? ধোঁকার ডালনায় নাক সিঁটকোলেও মায়ের হাতের উচ্ছেভাজা চাই-ই চাই। শুধু মা-আখ্যানই নয়, গল্প হল গানবাজনা নিয়েও। সমাজমাধ্যমে ট্রোলিং কী ভাবে সামলান? দু’বোনে ঝগড়া হয়? অন্তরা-অঙ্কিতা বলছেন, যতই খ্যাতি বাড়ুক, ‘ছাড়াগরু’ হতে চান না। বাবা-মায়ের শাসনে-আদরেই ভাল আছেন দু’বোন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE