লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্ব বার বার দাবি করেছিলেন, ‘অব কি বার ৪০০ পার’। কিন্তু সেই লোকসভাতেই এ বার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপি-র উপর ভরসা রাখতে হচ্ছে মোদীকে। বুধবারই এনডিএ শরিকদের বৈঠক হয়। সেখানেই নীতীশ ও চন্দ্রবাবুকে পাশে নিয়ে উৎফুল্ল মেজাজে ক্যামেরাবন্দি হন মোদী। তবে এখনও প্রশ্ন রয়েই যাচ্ছে, দাবি-দাওয়া নিয়ে সংঘাতের মেঘ কাটল? এরই মধ্যে এই ফলের ভিত্তিতে মোদীকে কটা” করতে ছাড়ছেন না বিরোধীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy