Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Heatwave

নামেই বর্ষা, তীব্র দাবদাহে পুড়ছে উত্তরবঙ্গ

মধ্য দিনে বইছে গরম হাওয়া বা লু। মালদহ থেকে কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি এমন পরিস্থিতি চলছে কয়েক দিন ধরে।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি, রায়গঞ্জ, শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৬:২৬
Share: Save:

তীব্র গরম। তার সঙ্গে মধ্য দিনে বইছে গরম হাওয়া বা লু। উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি এমন পরিস্থিতি চলছে কিছু দিন ধরে। প্রাক বর্ষায় যে প্রবল বৃষ্টিতে গত মাসেও ভাসছিল উত্তরবঙ্গ, তা দ্রুত অতীত হয়ে গিয়েছে। তাপমাত্রা ৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও অনুভূত হচ্ছে ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো। এমন গরমে বেশ কয়েক জন স্কুলপড়ুয়ারা অসুস্থ হয়ওয়ার খবর মিলেছে। তীব্র গরমে শিলিগুড়ির বেশ কয়েকটি স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার কমে গিয়েছে। কয়েকটি স্কুল কর্তৃপক্ষের দাবি, ক্লাসে এখন মেরেকেটে আসছে চার-পাঁচ জন। এই পরিস্থিতিতে ছুটির দাবি করতে শুরু করেছেন অভিভাবকদের একাংশ। শহরবাসীর দাবি, গত পাঁচ বছরে এত গরম দেখা যায়নি উত্তরবঙ্গে।নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুলপড়ুয়া সকলেই। গরমে কাহিল জলপাইগুড়ির ধুপঝোড়ার কুনকি হাতিরাও। শনিবার মূর্তি নদীতে নেমে জলকেলিতে মেতে উঠল হাতির দল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE