Advertisement
১৮ সেপ্টেম্বর ২০২৪
R G kar Incident

‘ডাক্তারবাবু দেখলেন না’, আরজি কর-কাণ্ডের জেরে বিপাকে রোগীরা, হাসপাতাল জুড়ে অসহায় মুখের সারি

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে সরকারি-বেসরকারি হাসপাতালে বহির্বিভাগ বন্ধের ডাক দিয়েছিল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স। ধর্মঘটের জেরে চূড়ান্ত হয়রানি রোগীদের।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২০:৩৬
Share: Save:

আরজি কর-কাণ্ডের পর থেকেই বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে চলছিল। বুধবার চিকিৎসকদের যৌথমঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌সের পক্ষ থেকে রাজ্য জুড়ে ৮ ঘণ্টার জন্য জরুরি বাদে সব পরিষেবা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে সরকারি-বেসরকারি সব হাসপাতালে পরিষেবা প্রায় বন্ধই রইল বিকেল ৪টে পর্যন্ত। দূর থেকে এসে ফিরে গেলেন রোগীরা। কেউ বা অপেক্ষায় বসে রইলেন হাসপাতাল চত্বরেই, যদি ‘ডাক্তারবাবু, ডাক্তারদিদি’রা দেখেন।

পুলিশি তদন্তে সন্তুষ্ট ছিলেন না রাজ্যের চিকিৎসকদেক একাংশ। হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে। তদন্তের গতিপ্রকৃতি দেখে আগামিদিনে তাঁদের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE