গার্স্টিন প্লেসে গিয়ে সেই বাড়িটার খোঁজ পাওয়া যায় না। কিন্তু কোনও স্মৃতিচিহ্নই কি নেই?
২ নম্বর গার্স্টিন প্লেসের নিরাপত্তাকর্মী অরুণকুমার সিংহ বলেন, ‘আর কুছু নাহি’। পুরনো ভবন ভেঙে ফেলা হয়েছে সেই কবে। অরুণজি-র হিসাবে, ‘পঁচিস বরস আগে’।
আজ, কী আছে সেখানে? পুরনো বেতার কেন্দ্রের জায়গায় তৈরি হয়েছে বহুতল। ১ থেকে ৩ গার্স্টিন প্লেস, সব ক’টাই নতুন ইমারত। সেই আমলের স্মৃতি আগলে এখনও আছে ৪ নম্বর বাড়িটা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy