Advertisement
০৬ মে ২০২৪
Rishabh Pant

দিল্লির দলপতি হয়েই ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষভ পন্থ, তুঙ্গে জল্পনা

সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংরা আশাবাদী আসন্ন আইপিএলেই ফিরবেন ঋষভ।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৬
Share: Save:

আরও এক মহাকাব্যিক অধ্যায়ের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট। ২০১১ সালে ক্যানসারকে ‘দোসর’ করে বিশ্বকাপ খেলেছিলেন যুবরাজ সিংহ। সে বার তিনিই ছিলেন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’। তারপর কিছু দিনের বিরতি। কর্কটকে হারিয়ে সেই ক্রিকেটেই ফিরে এসেছিলেন যুবরাজ। এ বারও এমনই এক ‘কামব্যাক’ দেখতে চলেছে দেশ। সব ঠিকঠাক থাকলে ১৬ মাসের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএল খেলে পেশাদার ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। ২১ ডিসেম্বর ২০২২, বাংলাদেশের বিরুদ্ধে ‘শেষ’ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতের এই ব্যাটার-কিপার। তারপর ৩০ ডিসেম্বরের দুর্ঘটনা। গত বছর ডিসেম্বর থেকে চলতি ডিসেম্বর— ক্রিকেট এবং ঋষভের মধ্যে তৈরি হয়েছে আলোকবর্ষ দূরত্ব। তবে ফিরে আসার সব রকম চেষ্টাই তিনি করেছেন এবং করছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংরা আশাবাদী আসন্ন আইপিএলেই ফিরবেন ঋষভ। দিল্লি ক্যাপিটালসের দলপতি হয়েই ঘটবে মহাকাব্যিক ‘কামব্যাক’— আশায় ভক্তকুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE